এমনতো হওয়ার কথা ছিলনা।
কত আশা নিয়ে বুক বেঁধেছিলাম
তুমি ফিরে আসবে বলে-
কতো প্রতীক্ষার শেষে
ভালোবাসায় আল্পনায়
নিজেকে রাঙ্গাতাম।
তুমি ফিরে আসবে বলে-
কতো উৎসবে আয়োজনে
অবগাহনে মেতেছি অনেক,
বিশুদ্ধ বাতাসের গন্ধ সাথে
তুমি ফিরে আসবে বলে।
কতো ইচ্ছে ছিলো-
নৃত্য গানে মূখর হবার,
ইচ্ছে ছিলো-
সুরের মালায় গাথবো তোমায়,
ইচ্ছে ছিলো-
নতুন স্বাদে মানুষ হবার।
তুমি ফিরে আসবে বলে,
তোমার পথের পাড়ে
পৃথিবী সাজে সন্ধ্যা- সাঁঝে
রূপের পসরা নিয়ে।


কিন্তু -
এমনতো হওয়ার কথা ছিলনা।
তুমি ফিরে আসবে বলে,
সর্বনাশের ডংকা বাজে এখন।
তুমি ফিরে আসবে বলে,
মিনারে মিনারে আজান বাড়ে,
কুলীন বধূর শাঁখ বাজে,
পদ্মলোচন কিংবা কদম আলীর
কপালের খাঁজে শংকা হাসে।
তুমি ফিরে আসবে বলে,
মা আমার তাঁর বুকের মানিক
আগলে রাখে।
তুমি ফিরে আসবে বলে,
দিনের শোভা আড়াল করে
এক ফালি চাঁদ লুকিয়ে পরে।


এমনতো হওয়ার কথা ছিলনা।