শৈশব:


কেউ একটা এখানে এসে দুষ্টু করে গেছে।
আমাদের দোতলার বারান্দাতে অল্প আলো নিভু নিভু।
হাত্পাখাটা খুঁজে পাওয়া গেলো না ।
হয়তো দাদুর ঘরের দেওয়ালে ঝোলানো হরিণের সিংটার সাথে প্রেম করে পালিয়েছে কোথাও ।
বাতাসে প্রবল লোডশেডিংয়ের গন্ধ , অথচ
হ্যারিকেনটা ...
তুমি ঘুমিয়ে পড় মা।
যখন স্বপ্ন দেখবে ।
আমি আর দুষ্টু করবো না ।



মৌসম চাঙ্গা ছিল:


মৌসম চাঙ্গা ছিল রাত। আমি হাত রেখেছিলাম ঈপ্সিতার ভিজে চুলে।


আমি তখনো জানিনা।
কি বিস্ময় অপেক্ষা করছে
আমার জন্য।


হঠাৎ আলো, ওর স্বচ্ছ শরীর
থেকে চুঁইয়ে ভিজিয়ে দিলো
আমার অনেকটা বিছানা ।


আর আমি অন্ধ হয়ে গেলাম।


সেই থেকে অন্ধ আমি ভিক্ষা করি।

কাঁদুনি গান গাই ।লোকাল ট্রেনের আনাচে কানাচে ।