সংসার:


তোমার খোঁপার ভিতরে তুমি আস্ত চাঁদ লুকিয়ে নিয়ে বসে আছো আমার ঘুপচি ঘরটাতে ।
আর আমি এখনো শুয়ে শুয়ে
মেলার গরম জিলাপির স্বপ্নে বিভোর ।
তোমার এই এলোমেলো সাজ আর
তাড়াহুড়োয় সব কাজ ভণ্ডুল করার মধ্যে
একটা বিপ্লব লুকিয়ে আছে মনে হয় আমার ।
আমি সেকেন্ড ইন কমান্ড।
মেশিন লোড করি গোপনে।
সকাল আটটায় বাজারের ব্যাগ হাতে ,
রুট মার্চ শুরু হবে ।
সৈনিক বেরোবে দলে দলে
আশে পাশের গলি থেকে ।
সব্জী বাজারের দিক থেকে ছুটে আসা শেল গুলো থেকে বাঁচতে ট্রেঞ্চে ঝাঁপ দেবো।
তুমি আমাকে কভার করবে ,আমি তোমাকে । এভাবে সংসার হয়,
দিনশেষে বারুদের গন্ধ সয়ে যায় নাকে ।


প্রহর:


রাতের প্যাঁচারা নিভৃতে আসে স্বপ্নে।
আসে, তবে বিরক্ত করে না ।
আমাদের কিছু স্মৃতি থাকে।
তার থেকে গোপনীয় কিছু ,
খুঁটে খেয়ে চলে যায়।
আরো কিছু বাকি থাকে।
গান হয়, কিছু হয় লেখা।
সেগুলো ছড়িয়ে দেই বাইরে ভিতরে।
ক্রমশ বিস্ময় বাড়ে ,স্বর্গে নরকে ।
ক্রমশঃ জটিলে জড়ায় বিবর্ণ মৌমাছি।