কথক:


নাটকের কুশীলবরা ঘুমন্ত এখন মেঝেতে,
বিছানায় কেউ অথবা
নেশাগ্রস্থ অবস্থায় বাস্তুসাপের
খোঁজে মগ্ন ।
কেউ খেতে পায় নিয়মিত ডালভাত, একপদ।
কেউ অন্য কিছু।
কিন্তু, ডায়ালগ সকলে খায়।
নাটকের ডায়ালগ।
আর চুড়ান্ত মুহুর্তে বিবেক,
কুরে কুরে খায় সবাইকে।


অনুভব :


বয়স কিছুটা জানে
হৃদয়ে চুল্লির আগুন বাড়ে,
কমে না ।


আমরা সকলেই অল্পবিস্তর
জন্মান্ধ। সকল আবেগ,
জানে কিছুটা।
এসমস্ত গোপন কথা।


সমস্ত গান থেমে গেলে, হৃদয়
কিছুটা জানে ।
নীরবতা , কতটা আপন ছিলো।


চিঠি:


এতো সব নুড়ি পাথর ঘেঁটে
কি খুঁজেছো এতদিন !
ভ্রমণ সমাপ্ত করো।
সংকীর্ণ কালে , পুনরায়
জন্মাতে হবে ।
ফুলের গন্ধ শুঁকবে । জঙ্গলে বৃষ্টির শব্দ ।
একোরিয়ামে খেলে বেড়ানো
রঙিন মাছ দেখে ধ্যানস্থ,
নির্লোভ বিড়াল হতে হবে তোমাকে ।
নিজেকে ধ্বংস করতে হবে
প্রকৃত ধ্বংস ।
কতো লোক হাহা করবে , কতো মানুষ আহা ।
কথার আর দাম কতটুকু !!
শিল্পবিপ্লবের বাষ্প জল হবে।
মেশিনে মেশিনে চোখের জল।
আর বুঝিয়ো না প্লীজ!
আর কিছু বোঝাতে এসো না।