নতুন বন্ধু নতুন বাসভূমি
তবুও নতুন জগতে আমি একা নই,
পাসে আছে ব্যস্ত শহর
নতুন বন্ধুর দল
কোথায় আমি একা ?
আমি তো একা নই।
শহরের সারি সারি বাড়িগুলো
আমার গ্রাম্য মনের আগুনে জল ঢেলে
আমাকে শহুরে করেছে।
বাবার গায়ের ঘামের গন্ধ
মায়ের হাতের হলুদের গন্ধ
প্রিয়তমার নেল পালিশের রং
আমার কাছ থেকে দূরে সরে গেছে
তবুও আমি তো একা নই,
মনের গভীরে রাখা কিছু অভিমান
বাড়ি ফেরার নীরব প্রতীক্ষা
বাবা মায়ের উৎকন্ঠা ডাক
খোকা বাড়ি ফিরে এলি ?
প্রিয়ার হাসি হাসি মুখ
আমি আর একা নই। ।