একটা গন্তব্য খুঁজে পেয়েছি
মাটির নিচের গহ্বরে,
যেখানে আঁধার শুধুই আঁধার।


একটা গন্তব্য খুঁজে পেয়েছি
পাতালপুরীর দেশে,
যার দেয়াল জুরে শুধু আঁচরের দাগ।


একটা গন্তব্য খুঁজে পেয়েছি
দূর্গম পথের শেষপ্রান্তে,
যেখানে অপেক্ষা করে আছে কিছু রক্তশোষক।


একটা গন্তব্য খুঁজে পেয়েছি
প্রবাহিত নদীর মোহনার দেশে,
যেখানে সাগর নদীকে দেয় নোনতার স্বাদ।।