রঙিন কালি যতখানি ছিল
সবটাই শেষ,
হয়নি কবিতা লেখা।
এখন কালিকাটা কলমের
একটুখানি কালোই সম্বল।
এটুকু দিয়েই শব্দদের
দিব্বি সাজিয়ে নেব,
কাটা-কাটা লেখাই
এবার জন্ম দেব কবিতা,
একটা কলঙ্কহীন কবিতা।