রোজ-রোজ মাঝ রাতে
এক ফেরিওয়ালা আসে
তল্পি বোঝাই স্বপ্ন নিয়ে,
বিনামূল্যে ঢেলে দেয়
              রাশি-রাশি স্বপ্ন
আমার অচৈতন্য শরীরে।


তারপর চলে যায়
দূর থেকে আরও দূরে,
নিকানো উঠোনে পাওঠা রেখে
আঁধারের সাথে মিশে যায়।


নিদ্রাভঙ্গ আমি
যতবারই প্রতিজ্ঞাবদ্ধ হই
ততবার, ঠিক ততবারই
হাঁক দিয়ে যায় স্বপ্নের ফেরিওয়ালা।