কত না দুঃখে পৃথিবী জর্জরিত ,
কেউ মাতৃহারা আবার কারো সন্তান মৃত ।
কেউ হারিয়েছে স্বামী , অথচ সদ্য বিবাহিত ।
কারোর দুঃখ মনে , শেষ সূর্য অস্তমিত ।
ভালোবাসার দুঃখ তবু দারুণ আঘাত হানে ,
সেসব কিছু পায় যে প্রকাশ কবিতা আর গানে ।
আকাশ বাতাস পাহাড় নদী , সবই লাগে ফিকে ,
বিরহ সাগরে হৃদয় ডোবে শান্তি পায় সে লিখে ।
হাজারো দুঃখ সান্ত্বনা পেয়ে সকলেই যায় ভুলে ,
পারে না ভুলতে ভালোবাসায় কোনো দুঃখ পেলে