ছোট্ট অগ্নিশিখার থেকে প্রকৃতিতে যায় ক্ষয়ে ,
প্রকৃতি মাতার স্নিগ্ধ কোলে সে যায় বয়ে ।
বাতাসে সে ঘোরে , বাতাসেরই অংশ হয়ে ,
শুধু ক্ষণের জন্য তার সৌরভ যায় রয়ে ।
হারিয়ে যায় সে সীমাহীন নীল গগনের তলে ,
মিশে যায় সে বাতাসের নানা সংমিশ্রণের দলে ।
দেখা গেলেও যাকে হাত দিয়ে যায় না ছোঁয়া ,
সে হল অগ্নিমাতার পুত্র , সে হল সেই ধোঁয়া ।।