জীবন যতই গড়ায়,
ততই মোরা অনুতপ্ত হই-
ফেলে আসা স্মৃতির দিকে তাকিয়ে।

অভিনয়ের রঙ্গমঞ্চ জীবনে-
কত না আশা,কত প্রত্যাশা,
সবই একদিন হারিয়ে যাবে
মিছে কল্পনায়।

রঙিন যৌবনের ভেলায়,
সাজানো সেইসব দিনগুলো-
বারে বারে স্মৃতি হয়ে ফিরে আসে।

যৌবনের কত আবেগ,কত প্রেম,
কত ভালোবাসা,কত আকাঙ্ক্ষা,
সবই পড়ে রইবে স্মৃতির পাতায়-
রইবো না শুধু আমি।

অভিনেতার সাজে...
হয়তো কোন এক অভিনয়েই,
পড়ে থাকবো অমর হয়ে।