আমি পারিনি তোমায় ভালোবাসতে
তবুও তুমি আমাকে শেখালে না।

আমি পারিনি তোমার কথা শুনে চলতে,
তবুও তুমি তোমার শেখানো পথে হাঁটালে না।

আমি পারিনি তোমায় আঁকড়ে ধরতে-
তাই তুমি চলে গেছো দুর বহুদূর!

আমার জীবন থেকে লক্ষ যোজন দূরে…
এমন তো কথা ছিল না।

তুমি তো আমার কথা রাখোনি-
হৃদয় দিয়েছো ভেঙ্গে মিলনের মাঝপথে।

যদি আবার তোমায় ভালোবাসি
তুমি কী কথা রাখবে! নাকি হারিয়ে যাবে,

ওই লক্ষ যোজন দূরে…
অভিশপ্ত স্মৃতির শহরে।