অনেক দিনের স্বপ্ন বাঙ্গালীর
অনেক দিনের সাধনা,
কবে হবে বাংলা মুক্ত
সেই চিন্তা ভাবনা।
তেইশ বছর শোষন করে
রইলনা পাকেরা ক্ষান্ত,
নয়টি মাস যোদ্ধ করে
করেছে ধ্বংস অজস্র।
ছারবনা বাংলা আমরা
মরব মাতৃভূমিতে,
শপথ করেছি আমরা সবাই
দেশের তরে প্রান দিতে।
দুরসাহসী বীর বাঙ্গালী করেছে
জীবন বাজী রেখে যুদ্ধ,
লাল সবুজের পতাকা আনিল
আনিল নতুন সোনালী সূর্য্য।
দিতে হয়েছে মা বোনের সম্মান  
ঝরেছে দামাল ছেলের রক্ত,
পরাধীনতার গ্লানী থেকে
হলো বাংলা মুক্ত।