জীবনের রং হাড়িয়ে গিয়েছে,
সাদা-কালো সিনেমার পর্দায়।
বসন্তের রঙে রাঙিয়ে উঠেছে,
তোমার নতুন সকাল।


আলোর জোয়ারে ভেসেছে বাংলা
অষ্টমীর সন্ধ্যায়।
লইটের পিছনের ক্ষুদ্র অন্ধকার
একত্রিত হয়ে নিয়েছে এক বৃহৎ আকার
আমার জীবনের আঙিনায়।


আমার হাসির কোনে কাঁদে,
ঘর ভাঙা মানুষের
হাজারো বুকের ব্যাথা।
আমার ঘড়ির কাঁটা শিখেছে শুধু,
পথ হারা মানুষকে
অতীত মনে করানোর ভাষা।


তোমার চশমার ঝাপসা কাঁচ
লুকিয়েছে বহু কথা।
জানি 'বিশ্বাসঘাতকের' মিলবে তকমা
তবু আর তোমায় চাইছিনা।
চাইছি আমার চশমার কাঁচ ভেঙে দিয়ে
ঘৃণা করো আমায়! ঘৃণা!


জীবনের রং চাইছি ফিরে পেতে;
চরিত্রকে চোরাই বাজারে বেচে!