এই স্রোত থেমে থাকে না
অগণিত বলি বয়ে নিয়ে যায়,
লক্ষ লক্ষ নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে
আবার জন্ম লাভ করে।
এই সময় থেমে থাকে না।


ছোট গাছ বড় হয়
কত পাতা ঝরে যায়,
ঘাটেতে শ্যাওলা পরে,
হাওয়ারা ছুটে চলে
কেউ থেমে থাকে না।


আগ্নেয়গিরি জ্বলে ওঠে, নিভে যায়।
জঙ্গলে লাগে দাবানল,
হিসাবের খাতা বাকি থাকে
হয়ে যায় শুধু সময়ের ক্ষয়।


পশ্চিমে সূর্য দিয়েছে পাড়ি,
আকাশে কালো মেঘ
অবিরাম বৃষ্টি, তবুও যেতে হবে কালকে।
এই সময় থেমে থাকে না।।