নতুন করে
            -সৌরভ পাল


সে মিশ্র জটিল শব্দের ভাঁজ,
খুলবে তুমি কিভাবে!?
সাহিত্যে তোমার ভীত আজও যে ভীষণ নড়বড়ে।
বনোফুল ঝরে পড়ে, উড়ে আসে গন্ধ
মনে পড়ে আজও সে বিকাল,
             সে ছন্দ হারানো কাব্য।


আজও সে মরুভুমি হয়ে আছে শুস্ক,
পাথরে শিশির পড়ে, পাবে না শুনতে।
বিচুথি পাতা লাগলে তোমারও ভীষণ জ্বলবে।
মুক্ত কেশী এলোচুলে হাড়িয়েছি ছন্দ।
মধু পাত্রে বিষ ঢেলেছো তা কি করে বুঝবো!?


পাষান ভাঙা শব্দ গুলো আজও পাই শুনতে,
ভূমিক্ষয় হয়েছে প্রচুর,
দুর্বল আমি নোনা লেগে।
অ্যাসিডেতে পোড়া চুন হারিয়েছি ফরমুলা,
গরম তেলে হাত দিলে
পুড়বে হাত সবার তা জানা।
সাদা মেঘে বৃষ্টি নাবে ভিজে পোড়া মন।


সূর্য ঢাকে মেঘের কোনে,
অন্ধকার চারিদিক।
আলোতে হয়েছে অ্যালাৰ্জি,
অন্ধকার লাগে বেশ।


ঠাকুর ঘরে মন্ত্র পড়ে,
দূর হবে অশুচি সব স্মৃতি,
সাদা কাগজ আসবে আবার,
লিখবো নতুন কাব্য,
"মোক্ত কেশী, এলোচুলে" না
"ভোর সকালে" পাবো ছন্দ।।