একদিন তুমি সব জেনে যাবে
থেমে যাবে দাঁড়িপাল্লার ওঠা-নাবা।
আকাশের বুকে ভেসে থাকা রামধনু
ঢেকে দেবে মেঘ,
বৃষ্টি নাববে না!


বেড়ি বাঁধা পায়ে বৃথায় পালানোর চেষ্টা,
কৃষ্ণ গহ্বরের টান পালাতে দেবেনা কিছুতেই।
প্রহর গুনতে থাকা বিষন্ন আঙুল হবে ক্লান্ত
বাকরুদ্ধ কণ্ঠ থেকে বেরোবেনা চিৎকার,
বুকের শব্দ-তরঙ্গ কেউ বুঝবে না!


পৃথিবীর অন্তরের উত্তপ্ত ম্যাগমা পুড়বে বুক।
বৃষ্টি নাববেনা, অসহ্য যন্ত্রণা।
মৃত্যুর কামনা, কিন্তু নিরুপায়!


স্বপ্ন গাঁথা কাগজ গুলো
উঁই-এর মোড়কে বাঁধা
এতদিন রেখেছিল যে যত্নে
সে-ও হারিয়েছে কোনো হিমযুগের বরফের সাথে।
অতীত ফিরে দেখার বৃথা অভিপ্রায়!