চতুর্দিকে প্রচন্ড অন্ধকার, পথ হারিয়েছে নাবিক
প্রাকৃতিক সংকেতের পূর্বাভাস না জেনে চলছে সাগরে,
বিশাল সাগরের অসীম পথে সে চলেছে,
জানে না দিক, জানে না পথ ।
গভীর অন্ধকারের অসীম অজানা পথে,
পথ হারিয়ে ফেলা নাবিক মতিভ্রম হয়ে,
বিশাল সাগরের অকূল পাথারে সীমাহীন চিন্তায় নিমগ্ন ।
পথের সন্ধান অতীতের বাস্তবতায় ফিরে গেছে,
ভুলে গেছে বর্তমান এর বাস্তবকে অতীত ভেবে ।
ভয়াল অন্ধকার হিংস্র অক্টোপাসের থাবার মতো এগিয়ে আসছে
সাগরের উত্তাল বিশাল ঢেউ এগিয়ে আসছে
হিংস্রতার ভয়ালতা নিয়ে,
কোনদিকে যাবে নাবিক ?
কোথায় তার আশ্রয় স্থল ?
ফেলে আসা অতিত হারিয়ে গেছে অন্ধকারে ।
অমাবস্যার অন্ধাকারে যার যাত্রা শুরু,
আজ অন্ধকারের কথা ভেবে কি লাভ ?
অসীম সাগরের অনন্ত পথে দিক হারিয়ে
অন্ধকারের জ্যোতস্না প্লাবিত রজনী ভেবে
কল্পনার অসীম সাগরে ছুটে চলেছে,
যদি কোন নিরাপদ ছোট্ট দ্বীপ খুজে পাওয়া যায়………


দক্ষিণায়ন হল।  
তাং : ১৯/০৭/২০১২ ইং