বৈশাখ মাসে পূষে ছিলাম একটি পাখির ছানা
জৈষ্ঠ্য মাসে উঠল তাহার ছোট্ট দুটি ডানা,
আষাঢ় মাসে বাড়ল ধীরে গায়ের পালক গুলি
শ্রাবণ মাসে ফুটলো মুখে দু চারটি বুলি।
ভাদ্র মাসে ঘুঙুর কিনে দিলাম পাখির পায়
আশ্বিন মাসে নাইয়ে দিলাম হলুদ দিয়ে গায়,
কার্তিক মাসে থাকতো খোলা খাঁচার দুটি দ্বার
অগ্রাহায়ণ খেলতে যেত ইচ্ছে যত তার।
পৌষ মাসে শীতের সময় খেতে দিলাম পিঠা
মাঘ মাসে বলল পাখি এতো বেজায় মিঠা,
ফাল্গুন মাসে দুষ্টু বুদ্ধি জাগলো পাখির মনে
চৈত্র মাসে ফ্রুৎ করে উড়ে গেল বনে।