ঈশ্বর জানেন কতটুকু গভীরতায় গিয়ে তোমায় হারালাম,
ঈশ্বর জানেন তোমায় হারিয়ে কতটা বিপন্ন ছিলাম ,
দিক্‌ভ্রান্ত হয়ে হয়েই পথের দিশা খুঁজে ফিরছিলাম,  
উপেক্ষিত ঈশ্বরকে অন্ধ হয়ে ঘরছাড়া  করেছিলাম ,
আর তারপর  নিজেকেই দিক্‌শুন্যতায় হারিয়ে দিলাম -----
আজ ত্রিধারায় বিভক্ত হয়ে  তিনজনকেই খুঁজছি।
যেদিন সবাই ফিরে আসবে স্ব-স্ব স্থানে ,
সেদিন লেখা হবে অন্য এক কবিতা,
সুখী সজীবতায় ভরপুর ,
কথা দিলাম ...।