রমজানের এই রোজার শেষে
এল খুশীর ঈদ ,
বিভেদ ভুলে সবাই যে আজ
একে অন্যের সুহৃদ ।
শুধু আজ কেন ? প্রতিদিনই হোক্‌
এমন খুশীর দিন ,
হাতে হাত রেখে এগিয়ে যাব
পথ যতই হোক্‌ কঠিন ।
যতই আসুক বাধার প্রাচীর
করবই আমরা ক্ষয়।
বইবে না আর শিশুরক্ত
হানাহানি হবে লয় ,
কবিদের আছে হাতিয়ার কলম
ভয়কে করেছি জয় ;
কবিতাসরে কবিতা নয় আজ
শুধুই শুভেচ্ছা বিনিময় ।