দূরে থাক আজ পরাজয়ী ভালোবাসা--
অস্বাভাবিক দৃঢ়তায় থেকেও ভেঙ্গে ভেঙ্গে পড়ছে
তোমার সখের তাজমহল ।
ক্যাকটাস্‌ আর কাঁটাঝোপ সরিয়ে
আমার লাগানো মরশুমি ফুলে
বাহবা কুড়োচ্ছিলে লোকের ...
দেখছি সবই ...শুধু দেখেই যাই খোলাচোখে ।
অপরাজিত অহংবোধের দোপাট্টা
বেঁধেছি কোমরে ,
আজ ডুব দেব কবিতায় ...
ডুবসাঁতারেই পৌছে যাব মাঝনদীতে ,
গহীন জলের জলজ কথা জেনে নিয়ে
জলজ ঘাস হবো ..
.কবিতা আর নদী দুয়েই প্রবাহমানা স্রোতস্বিনী
তবু নদী হবো না --
নদীজীবন বড়ই কষ্টের --- প্রবাদ আছে ।
দূর হও পরাজয়ী ভালবাসা
জেনে রাখো আজ আমার দিন ।