বিসর্জন ঘাটে অপেক্ষায়
সারিবদ্ধ কত প্রতিমা ,
পালা আসবে ,একে একে ...
তবেই না নিরঞ্জন ।
আজ দেখি ভরা শ্রাবণে ভেসে গেছে
দশমীর ঘাট ----
পড়ে আছে শুকনো ফুল-মালা-ঘট
ক্ষয়ে যাওয়া কাঠামো,
তবু কাঠামোরা বেঁচে যায় , বেঁচে থাকে
আগামীর আশ্বাসে ,
শিল্পীর চোখের নীচে কালশিটেটা শুধুই প্রবীনতার
চশমার কাঁচে কিন্তু নব্য চাহিদা ,
শেষ তুলির টানেই যে আছে জীবন্ত হওয়ার অপেক্ষায়
আছে মৃণ্ময়ী একজোড়া চোখ ....
নজর কাড়ার দৌড় আর উপছে -পড়া জনতার উৎসুক ভীড়ে
ঘোরা ফেরা করে আনন্দে চাকচিক্যে হতাশা্রা...
বেলাশেষে সেই নিয়মমাফিক নিরঞ্জন,
তার খোঁজ আর কে রাখে?