এই তো তোমার ডালপালা সব ছুঁয়ে দিলাম
খোলা প্রাণের সতেজতা ছড়িয়ে দিলাম
চোখ কচলে উপোসী পাতারা বলে ,
‘এত খাবার !!
তোমার অন্তর্দাহে নিষ্প্রাণ হলদে পাতারাও
দেখো  কত সবুজ আজ...
হে বৃক্ষপুরুষ ,
বনস্পতিছায়া দিলে বহুকাল, বহুজনে
তবে আজ কেন এ রিরংসা মনে ?
ক্ষনজন্মা আমি ,
জন্মান্তর পেয়ে  পেয়েই দিয়ে যাব এমন
পাতায় পাতায় প্রাণ ...
আমি  মৃত্তিকা হব,
তোমার শেকড় গর্ভে ধারন করে
তোমায় বিস্তৃতি দেব .........
আর এভাবেই বাঁচিয়ে রাখব অনন্তকাল
দেখে নিয়ো ...