(১)
কবিতা লিখছি রে আজকাল ,
না প্রেমে পড়ে নয় ,ওসব ধারনা পালটে ফ্যাল্‌
আমার ছোট্ট মেয়েটা যখন হাতে ধরিয়ে দিল
    একদিন ডায়েরী আর কলম,
গোটা সিনটাই চোখের জলে বন্দী হল কবিতায়
সেই থেকে শুরু...।
ব্যস্ততম শহরের ব্যস্ততম নাগরিক কবিয়াল,
এখনও প্রাণখোলা হাসিতে উদ্দাম সজীব,
আগের মতই আছিস ,
ভালো থাকিস বন্ধু ... আমি ভালো আছি ।
             (২)
কথা ছিল আমার প্রথম প্রকাশিত বই
তুলে দেবো তোর হাতে
একদিন ভীষন লড়াই  আমাকে লেখানোর জন্য
তারপর হার মেনে নীরবে চলে যাওয়া শহর ছেড়ে,
যেতে তো হবেই তোকে,উচ্চাকাঙ্খী যে তুই ...
সফলতার ইদুরদৌড়ে হৃদয় বিকলের আভাস
পাস নি কি  বিন্দুমাত্র?
মাত্র কয়েক মুহূর্তেই শেষ জীবনের কবিতা?
কফিনবন্দী হয়ে আসছিস শহরে আলোনেভা রাতে,
কাল আড়াইমন ছাই-----
একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছিলি ,
আর ব্যস্ততা নেই তো তোর?
এবার শুনবি কবিতা? আসবি কবিতায়?
বাঁচিয়ে রাখবই তোকে ...অনেক কথাই যে ছিল বলার ...


বাঁচবি তুই অনির্বাণ ? আবার?