গমরঙা মেয়েটি
লালচুলে তার বিনুনী সাজ ,
আজও ফসল তোলে
        অভ্যস্তহাতে ...
খামারভরা তার
         শুধুই দুঃখ সুখের আনাজ...


গমরঙা মেয়েটি,
লাল-নীল কাগজের  কোলাজ...
শেষ বিকেলে গড়ে নৌকো
          বলে গেল কেউ কিছু
ইশারায় ইশারায়
          মরা নদীবুকে কুলভাঙ্গা প্লাবন আজ...


বোকা মেয়ে,
আঁধার ডেকে আনিস্‌ নে আর বাসা...
পড়ে থাক্‌ পেছনে ঘরদোর
              ফসল,খামার ...
দ্রুত  আসছে ধেয়ে
       আর জনমের  অশ্বারোহী ভালোবাসা...