১)


অমন আশকারা তুমি ছাড়া আর
কে দিতে পারে?
ভিজে জলছাদ ,
অবশ্যম্ভাবী পতনোন্মুখী জলপ্রপাত
একটি দুপুর ...
দামাল
বিনাশী ডাক পাঠায় ---
              আয় ঝড় , কোলে নেমে আয় ...'
২)


জলছাপ ,পায়ে পা মিলিয়ে নামে
ইলশেগুড়ি বৃষ্টি,
একটু খুনসুটি ...
কংক্রিটের জগতে খোলামেলা হাওয়ায়
উড়িয়ে দিও কিছু কথা
             তবু এসো , অদর্শন পোড়ায় ...


৩)
অমন নির্ভরতা, আশ্বাস
এমন ঝড়ের দিনে ...
জানি তুমি নির্বিকার ,
অঙ্গুলিহেলনে রুখে দেবে সম্ভাব্য সুনামী...
তাই সকাল সন্ধ্যে সাজাই
                নিজেকে উপোসী ফুলমালায় ...