কিছু কিছু ভুল করে ফেলি অজান্তেই
ভুলবশতঃ কিছু ...
গড়তে গিয়ে ভেঙ্গে ফেলি জরাজীর্ণ আত্মীয়তা,
অনার্য অচল বিশ্বাস...
টকে-যাওয়া সংকীর্ণ সংস্কারের সখ্যতা যত,
সশব্দে ভাঙ্গি সিঁড়ি প্রতিকুল, তুড়ি মেরে উড়িয়ে দিই অবিশ্বাসী তোকে
আমায় জানো তো ?
কেন এমন হয় বল তো ?
পেয়েছি জোয়ারের নতুন জলের স্রোত,
প্রানবন্ত একবুক হাওয়া ...
এবার যদি গড়তে পারি কিছু ,সজীব সদ্যফোঁটা পাপড়ির মত,
থাকবে তো পাশে ?


এবার যদি  গড়তে চাই ......?