সন্ধ্যের সাজ—
আহা! জামরং শাড়ীটায় কেউ গেঁথে দিয়েছে
অজস্র তারার ফুল ,
বেশ তো! বেমানান লাগে না ...
আঁচল উড়িয়ে দিই আকাশে ,ছুঁয়ে দিলাম চোখমুখ অবয়ব তোমার
বাঁকা করে দিলাম ইচ্ছে করেই একটু, টিপের প্রান্তটা ...
ছুঁয়ে যাক্‌ তোমায় ...
একপেশে ভাবনার মত
সরিয়ে রাখি বেলফুলের মালাটা---
তীব্রগন্ধ যেন শ্বাসরুদ্ধ আলিঙ্গন !
চিবুকচাপা কথা কিছু  রাজহংসী !
হেসে ফেলি গো আনমনে ...
তুমি আমি কখন দিঘি হয়ে গেছি .........
জলকেলি ,সমর্পণ!
কাকচক্ষু সরোবরজলে দেখি আমাদের প্রতিবিম্ব