নারী আর উনুনে দেখি অদ্ভুত মিল ---
দুজনেই পোড়ে পোড়াসুখে,
অন্য জঠরজ্বালা মেটাতে চলে নিত্যদহন...
ইতস্ততঃ ছড়ানো থালা-বাটি হাড়ি-কড়াই,
হেসে কথা বলে এমন বহু  না-দ্রৌপদীর সংসারে ...
সিঁথির সিদুর, শাঁখা –পলা ,
পেটরোগা আড়াইটে শিশু ,মদ্যপ স্বামী----
তবু সতী মরে সোহাগে
শাকান্ন পায় অমৃতের স্বাদ !


অর্ধাহারে অপুষ্টিতে অজীর্ণ রোগ...
সত্যি সত্যি সতী মরে একদিন ---


সতী মরে একদিন !


তার উনুনে আঙুলের ছোঁয়া পায় অন্যহাত.
সতীন আসে ঘরে...
এবার বেনোজলে ভাসে উনুন আর
হতভাগ্য কচিদের কপাল...