(১)


সন্ধ্যার দূর আকাশে অনুজ্জ্বল তারায়
ঝরে কারো  আক্ষেপ ,
মর্ম বেদনা,
অথবা হারিয়ে যাওয়া নক্ষত্রে
খোঁজে কেউ বিষাদ ,
কি করে বোঝাই
আমাতে  নেই ঠিকানা,
সহায়হীন আমি''র আশ্রয় রবীন্দ্রনাথ...
নিরাকার উপাসনা ।

(২)


এখনো মেঘ নামের কিছু ঘনীভুত দুঃখ
আমার আকাশে,
তারা বৃষ্টি ঝরায় না ।
জেগে থাকো চাঁদ, রাতপ্রহরী
অন্য আকাশে,
অথবা কবিতার পাতায়
অন্য গোলার্ধে ,
আমার তখন উপকথার ঘুম
শ্রান্তিতে ক্লান্তিতে।