বন্ধ ঝাঁপিটা সযত্নে বুকে আগলে রাখে পুরুষোত্তম
ওর ভেতরে আছে এক সাপ , কালনাগিনী !!
তার ভালোবাসার নারীটি,     বিশ্বাস তার।
লৌকিক আলোয় শুনিয়েছিল সে তার প্রেমের সাতকাহন------
কল্পনায় শুনি অলৌকিক কোন হিস্‌হিসানি...!


একদিন পুরুষোত্তমের বুকে গজিয়েছিল আবেগের মোলায়েম ঘাস,
নারীটি তার নদী হয়েছিল সেদিন,  যেমন হয়,
যুবতীজলে মিটিয়েছিল সে আদিম তৃষ্ণা--
দিনকে রাত আর রাতকে করেছিল দীর্ঘত্‌র,
একদিন সভয়ে পিছিয়ে এল সন্দিগ্ধ বেদে-----“আমিষ-আমিষ গন্ধ নদী তোর জলে?'
-----শঙ্খিনী নারীটির বুঝি একাধিক নাগর!
পুরুষোত্তম ওঝা হয়ে পোষ মানায় সাপিনীকে,
তৃপ্ত হাসে---
তার নারী এখন বন্দিনী ঝাঁপিতে ...কলঙ্কিনী হয় পাছে।


কেউ জানে না, আমি তো জানি
কিস্যু নেই ঝাঁপিতে...


নাগিনী তার পাখি হয়ে গেছে অনে--কদিন।