ছাদ জুড়ে  তখন একাকিত্ব -----------
কোন এক সন্ধ্যায়, তারাগোনার মুহূর্তে
ডাক পাঠিয়েছিলাম ...
ছাড়পত্র পেয়েই চাঁদ এখন আমার জানলায়
প্রতিদিন,
কি বলে ডাকি তোমায়?---- চাঁদ বেনে? চাঁদ সদাগর?


তুমি বেসামাল হয়ে যাও সহজে
তাই সামলে রাখি আঁচল
ময়দা-মাখা হাতে খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে গাল,
এলোমেলো চুল,
গুটিয়ে নিই নিজেকে শামুকের খোলায় ,
প্রাচীনপন্থী হই ।


পালকের সুড়সুড়ি হিমেল হাওয়ার , বিবদমান
এড়িয়ে চলি পরস্ত্রীকাতর মৌমাছি মুখ,
পরাগরেণুতে হলুদ সাংবাদিকতা,


আলু ভাতে আর ইলিশ ভাপার সাথে
কিছু বেহিসেবি সময়
একান্তই তোমার , আমার।
অনুরোধ তোমার , ভাবপ্রবনতা আমার
এবার যত্ন করে লিখতে বসি একটা বিজ্ঞাপন , নিরেট ভালোবাসার।