বাউন্ডুলে ছেলেটা
আজও স্মৃতিঝোপ কাঁপায় ,
কিছু কটুকথা, ঝরাপাতা ঘেঁটে ,
            
অবলীলায় ফোটায় শব্দফুল!


নিয়তি পরিহাস ,শনির দশা
কিছুই মানে না মঘা, অশ্লেষা!
লঘু-গুরু কিছু জ্ঞান নেই তার,
                   কথা-কথায়  বেঁধে  হুল !
বাউন্ডুলে ছেলেটা
তবু এসে হাত ধরলেই, আশ্লেষে
ভুলি শান্ত নদী জীবনযাপন,


নির্দ্বিধায় ভাঙ্গি কূল !


বাউন্ডুলে ছেলেটা
হাঘরে , আমার জীবনের মস্ত এক বড় ভুল!