ভরা যৌবনে শুকিয়ে যাওয়া—এ নদীর অসুখ !
আরোগ্য বোঝে না যে
---আমি সে  নদী নই,
রুপোলি ক্ষত ঢেকে রাখি নে   নীলাম্বরী আঁচলে।


পুরুষ গন্ধ নাকে এলেই যে বুনোফুল উপহার পায় নারী !


তুমি কাছে এলেই জ্বলে আরোগ্য বাতি
মেয়াদী অসুখে নিরাময়  আমার ,
শিরায় শিরায় পৌঁছে দাও উপশম-চন্দন!
নদীর বিছানা ভেজাই তীব্র সুখের বান-ডাকা জলে ।