সবারই একটা কুয়ো-চাঁদ থাকে, ঢিল ছুঁড়ে ছুঁড়ে তার ভাঙ্গাচোরা দেখে
              আশ্বস্ত হওয়া, কিঞ্চিৎ ...


অতঃপর  নষ্ট সময়টুকু আয়ুতে বাড়ে,
গল্প উপসংহারে এসে ঠেকেছে ...
কই আমার  রাজকুমার তো এখনও এল না?


শীতের প্রাক্কালে
চলমান ঘুঘুডাকটাও বুঝি ফাঁদ ছিল!!


কিংবদন্তী আলোয় সরলরেখাটি পার হয়ে
ঘুম-ভাঙ্গা আমি শুকোতে দিয়েছি নিজেকে বিছানা ও বালিশে


একচিলতে রোদ্দুর ফিক্‌ করে হাসে


পাটক্ষেতের আগুনে ধোঁয়ার কুণ্ডলী,
কেউ নতুন গুড়ের পাটালী চাইই-ই' বলে হাঁক দেয়...
                                              সম্মোহনী!