বুক চিতিয়ে রইল গুটিকয়েক রাগী পৃষ্ঠা, কবিতা হওয়ার বদলে।
খানিক নেচে নিই বন্ধঘরে 'উ-লালাল্লা-আ
কাঠপুতলি শোয়ে  বিন্দুমাত্র আগ্রহ নেই আর।
বেশ ছিল পাঁচ সিকের গল্পগুলো ...


বর্ষবরণের প্রস্তুতিতে ফিকে হয়ে আসে মনখারাপের দু-চারটে মুখ
মুচকি হাসি ঠোঁট থেকে মেঝেতে গড়ায় ... ক্রমে পাথরে, কাগজে ও বুকে
একটি দরজা আপনা থেকেই খুলে যায়
          আঠারোয় পা দিলে
                 প্রাপ্তমনস্কতার দিকে।


***( নববর্ষে  বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও  কবিবন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুভ হোক্‌ সবার ২০১৮)***