বৃষ্টির ক্রিস্টালে আজও সেই একইরকম
দানাদার সুগন্ধ,
পাখসাট অনেকটা আগলে রাখা পাখিটাও জেনে যায়
শূন্য প্রহরের সারবত্তা...
তোমার ঘরে আলো জ্বলেনি
ছোট্ট শাঁখে ফুঁ দিয়ে উড়িয়ে দিই
আয়ান মেঘ
মোমই পুড়ুক



নক্ষত্ররা পরে আছে রাজার মুকুট,
পৃথিবীটা এক ছোট্ট গ্রাম
চল সুতো বেঁধে দিই
দূরত্বের দুপ্রান্ত ছুঁয়ে যাক ফের


.....