নিষিদ্ধ বাতাসে এত কি কথা? বহতা অলীক ...
কাদের ফিস্‌ফাস ঘুরে যায় এ জানলা, ওঘর


ভাদ্রের বারান্দায় খড়মচিহ্ন,
মাঝেমাঝে ঈশ্বরও কলকাঠি নাড়েন
সারারাত তারস্বরে ডেকে যায় যমের কুকুর।


হিং-বোনা গন্ধ আঙ্গুলে জড়িয়ে থাকাও সুখ, বিউলির ডালে সুখ
ফোড়ন বাতাসে দুপুর নড়ে, তাল পাকা


সম্ভাব্য বৃষ্টি  আঁচ করেই  পিঁপড়েদের মানব-মিছিল..
পায়ে পায়ে উঠে আসে  খাদ্যসম্ভারে নতুন
গোবড়ে পোকার শব।