বিকেলের কনফেশনে স্পর্শকাতরতা --
স-বটুকু নিয়ে বলতে চাই
অথচ,
কন্ঠস্বর উধাও
এখন
বৃষ্টির পর কিছু কথা থেকে যায় ...
কিছু কথা পেকে যায়
ঝুনো নারকেলমালার মত,  কুমোরপাড়ার মাটি ও দুর্বাঘাসে
     পূজোর  হিম ।


দু-পেয়ে গাছগুলোই সূর্যাস্তের এলিজির অপেক্ষায়,
তুমি ফিরে যাচ্ছ একটা আত্মহত্যার কাল্পনিক পরিসমাপ্তি শেষে।


খাঁচাটাও আজব স্থির আজ,    চোখের তারার মত
পাখি উড়ে গেছে
বিশ্রামটুকু তার পড়ে আছে
দু রূ হ শেকলে