উৎরাই বেয়ে নেমে যাচ্ছে যে হিমচাকা
তাতেই কি রাত গড়ায়?
রাতের মত যে সমস্ত দুপুর...


হাওয়ার পাগলপন কিছু ইশারা দেয় কি?
আলু-ভাতে আর ডাঁটা চচ্চড়ি খেয়ে ঘুমন্ত কিষানের পাশবালিশ।


ডাইনীতন্ত্রের সব ভুডু ডল হানা দেয়
প্রেতযোনিতে ,অস্বচ্ছ কুয়াশা
সরলরেখার মাঠ


ম্যাকাও পাখি ডানা ঝাপটায়
তথ্যচিত্রে


আমরা কি পিছিয়ে পড়ছি না তো?
চাকার ইতিহাদ অথবা অন্য বিবর্তন থেকে ...