দেখি রহস্যে মোড়া কত অন্তরায় নীলগিরি বনে
সূর্যের আলো পড়ে না এতটুকুও তবু জঙ্গল কি আশ্চর্য সজীব!
আত্মচ্যুত শাখারা চলার পথে একমাত্র অন্তরায় হয়ে
বুঝিয়ে দেয়
অত গভীরেও যেতে নেই
নিদেনপক্ষে জীবনের গভীরে তো নয়ই ...

অথচ কিছু কিছু  সম্পর্ক
একটা ভাঙা হাটের আলো দেয় এখনও
টিমটিমে
সমস্যা হয় নিভিয়ে দিলে
না কি  কবিতা আসে না এরপর ...?



কাঁচ ভাঙছে অথচ ধুলো থেকে অত সহজে সরছে না
পরাশ্রয়ী মূলও সরছে না ,গাছও একইরকম
নির্লিপ্ত  উদাসীন ঋজুরেখ


আগুন থেকেও এক মুহুর্ত সরে না শয়তানের চোখ
নাচিয়ে ডাকে 'আয়'
ভালোবাসা থেকে সরছে  না কেউ এতটুকুও
জানে পোড়ায় অসহনীয়রূপে...