অতঃপর
চোখ এক মুদ্রণযন্ত্র, পরপর নদী ছেপে যায়...
টানা কাজলে  ছন্দহীন বৈঠার অবাক জললিপি!
নেহেমি কালারে জুড়ে রেখেছে কিছু চিন্তার খোরাক
ভাবিনি  স্কেচের সাদাকালোতেও  
জীবনের গল্প হতে পারে!
দ্রুত ফুরিয়ে যাচ্ছে চন্দ্রকলার আয়ু...
তোমাকে বলা হয় নি-
আমি আজকাল ভালো নেই
ভালো থাকতে সংকোচে বাঁধে