পিচ রাস্তা সেলাম ঠুকে।ওষ্ঠের ওম, গলন্ত  গ্লিসারিনে জুড়ে বসে ধূলোর  সাইড এফেক্ট।


শহরে মৃতদের ফুল রাফ্লেশিয়া ফোটে না , এইটুকুই যা সান্ত্বনা।


আয়না ধরে রাখে লাবণ্য বাতাস,  আত্মপূজারীদের জন্য।
বেগুনী-রঙা শিমফুলে বিনুনীর ঠাস বুনন।
ছুঁয়ে দিলেই মস্ত্‌ ক্যানভাস।


খুব ইচ্ছে করে কারো গভীরে থেকে যেতে... আজ খু-উ-ব
এই দ্বিধার অতল থেকে সংশয়ে জড়িয়ে যাওয়ার যে ওম ,
              হয়তো তাহাই প্রেম।