আজব বিকেল  চড়কের বিকেল, পিঠে বঁড়শিফুল বিঁধে
ঘুরছে তো ঘুরছেই
বন্‌বন্‌, অনন্ত চাকায়


একবার আহ্‌ পর্যন্ত নেই!


বাঁধা ঘুঙুরে গাজনের বোষ্টুমী নাচ,ফেলে যাওয়া একতারার বৈরাগ্যযাপন
বছরের শেষের শুরুটাই যেন কেমন
আফিমের ঘোরলাগা!

নবজাতক বাঁশপাতারা  কোমল সবুজঘুমে-
আসি বললেও যেতে  নেই,
ভালো থেকো,  ভালোলাগাও এক শিল্পের মত।