বাঁকে বাঁকে
জারুলের তর্পণ , নদীটি এখনও শব্দ দিয়ে আঁকা ত্রিভুজ;


জেলেদের আলো  খুঁটিয়ে দেখছ,
কোথাও রেখা পড়ে আছে নাকি
জাফরির গা বেয়ে নামা জলবিন্দু,
মনে পড়ে একদিন তুমি গ্রাফিতি এঁকেছিলে
পাতার গম্বুজে ...


এখন নি;শ্বাসে  মানুষ-পোড়া গন্ধ ,পরাজয়
সৈনিকের শিরোস্ত্রাণ
         নুয়ে এলে  
          কাঁচা  অন্ধকার নেমে আসে,


আজ রাতে  যদি চারপায়াতেই  মৃত্যু আসে
ডেকে নেব তোমাকেও
ঘুণপোকা