একদিনে জীবন যতটা ঘোরে, পৃথিবী তার অর্ধেকও নয়।পাশ ফিরে শুলে
এখনও বেজে ওঠে বিয়ের রাতের বিস্‌মিল্লাহ সানাই।    


দেবতা থেকে দূরে যাই,
অবহেলিত প্রার্থনাগুলো উপলব্ধি শেখায়।


ক্ষয়ে যাওয়া বিমর্ষ দাঁতের এনামেল ,
শব্দগুলো উচ্চারণে হ য ব র ল আসে।


হেমন্তের নির্বীজ হিম, ,নিয়ন অন্ধকারে নড়ে চড়ে বেড়ায়
হলউইন রাতের আত্মারা।


আপাততঃ  প্রেম ও শত্রুতা থেকে দূরে সরে যেতে চাইছি,
কিছুটা নিজের কাছে...
নিজেকে ডেকে জেনে নিই ভালো আছে কি না।  এতো আমারই একান্ত।