জেগে ওঠে ইন্দ্রিয়শাখারা, জীর্ণ হলেও বালাপোশে  নরম বেড়ালের বুকের ওম
দুঃখেও ভিজি, কখনো অধিক সুখেও।


বৃষ্টি ধুয়ে দেয় কতকিছুই।


বর্ষা বিকেলের হ্যালুশিনেশন,


ছুঁড়ি গাই নদী পেরোয়
আর পলিতে রেখে যায় ক্ষুরের আলপনা।
                         ..........