সব গল্পই  ক্লিশে হয়ে ওঠে একদিন-----
পোড়ামাটি শহরের ভাঙ্গা টিউবওয়েলের ক্লান্ত
          শ্বাস পেরিয়ে যাচ্ছি...
পাথরের ফাঁকে সাদা বেলের চারা, ঘুটের প্রদর্শনী, গোবর-চোনা-
জাবনার কাঠের পাত্রে মুখ ডুবিয়ে ধবলী গাই,
হাঁড়ির কালি দিয়ে দেয়াল লিখছে হাফ নেকেড শিশুরা
এহেন দেয়ালশিল্পের ওপর প্রাচীন কিছু মেঘের বায়নাক্কা।
ফেরিওয়ালা ডেকে ডেকে চলে যায় লিচুগাছের আড়ালে,
আমজামকাঁঠালের মিশ্র গলি বেয়ে শিশুরা দুপুরের কু-ঝিক ঝিক
মালগাড়ীটার ঔদ্ধত্যে ...
        অপেক্ষায় পাথর ছুঁড়বে কখন
                     জড়ো করছে।
মনেহয় এ আধা শহর আমার চিরচেনা,  হারানো স্বর
  খুঁজে পাই
           মাটির পাতাল ডাকে।