১)
বহুদিনের পরিচিত সাবানের গন্ধটা করোটির অন্ধকারে মিশে যায় একভাবে-


একদল নিঃসঙ্গ মানুষ একাকী মনের ব্যবচ্ছেদ করেন
মর্গের মত দমবন্ধ ঘরে।


জীবন থেকে  পরীর প্রণয় যে অনেকটাই দুরত্বে...


২)
অস্পষ্ট স্মৃতির মাইলফলক। কোনোটার রঙ, কোনটা সংখ্যা উড়ে যাওয়া...


পৃথিবী তার বুকের ঘাসের রঙ বদলে ফেলে ঈশ্বরের সমাধিতে,
মৃত্যু থেকে সার্ধশত দূরত্বে
আলোর  রেত পড়ে যেখানে


কবিতা  জ্বলে নির্ঘুম নক্ষত্রপুঞ্জের মত!